Home » Blog » ভিন্ন রকম » স্বামীকে ‘শিক্ষা’ দিতে ডাকাতকে বিয়ে!

স্বামীকে ‘শিক্ষা’ দিতে ডাকাতকে বিয়ে!


নির্যাতনকারী স্বামীকে ‘শিক্ষা’ দিতে তিন বছরের সংসার ছেড়ে এক ডাকাতকে বিয়ে করেছে কুলাউড়ার ২২ বছরের এক নারী।

এই ঘটনার কথা উল্লেখ করে সোমবার (১৪মে) দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অ্যাডিশনাল এসপি আবু ইউসুফ।

এ ঘটনার ব্যাপারে তিনি বলেছেন, ২০-২৫ দিনের মাথায় অস্ত্রসহ ডাকাত স্বামী আমাদের হাতে আটক হয়ে এখন জেলে। ডাকাতকে কেন বিয়ে করেছে জানতে চাইলে ওই নারী জানান, ‘সে আমার ফ্রেন্ড।’

অ্যাডিশনাল এসপি লিখেছেন, ‘প্রথম স্বামী ওই নারীর চাচাতো ভাই এবং একই বাড়ির শরীক। তারা ওই নারী ও তার মাকে বাড়িছাড়া করে বাবার বাড়িতে আসতে দেবে না।’

অ্যাডিশনাল এসপি আবু ইউসুফ লিখেছেন, ‘কুলাউড়ার এমপি জনাব আব্দুল মতিন মহোদয়ের অনুরোধক্রমে এবং তার উপস্থিতিতে কুলাউড়া থানায় সালিশে উভয়পক্ষকে শান্তির প্রস্তাব দিয়ে সময় দেয়া হয়েছে। আশা করি ভালো ফলাফল পাব।’

মন্তব্য করুন

এখানে মন্তব্য করুন