Home » Blog » বিনোদন » বলিউড » বহুল প্রতীক্ষিত রেস-৩ এর ট্রেইলারে দুর্দান্ত সালমান (ভিডিও)

বহুল প্রতীক্ষিত রেস-৩ এর ট্রেইলারে দুর্দান্ত সালমান (ভিডিও)


মুক্তি দেয়া হলো সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা রেস-৩ এর ট্রেইলার। তারকাবহুর চলচ্চিত্রটি এখন বড় পর্দা কাঁপানোর অপেক্ষায়।

রেমো ডি’সুজা পরিচালিত চলচ্চিত্রটির ট্রেলার লঞ্চের পর মঙ্গলবার কয়েক ঘণ্টায় এটি ইউটিউবে ঝড় তোলে।

ঈদ আসলেই আসে সালমানের সিনেমা। আর সালমানের সিনেমা আসলেই ঈদের আমেজ আসে দর্শকের মধ্যে। এবারও সম্ভবত ব্যতিক্রম হবে না। বলিউড বোদ্ধাদের পূর্বাভাস বলেছে, সালমান খানের সবশেষ চলচ্চিত্র ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো রেস-৩ ও বক্স অফিস কাঁপাবে।

অনেকেই বলে থাকেন, সালমান খানের চলচ্চিত্রের কোন জনরা হয় না, সালমান খান নিজেই একটা জনরা। রেসের এবারের দৌড়েও স্বভাসুলভ সালমানকেই দেখা যাবে। অন্তত ট্রেইলারে তেমন আভাসই মিলেছে। ধুন্ধুমার অ্যাকশনের সঙ্গে থ্রিলারে ভরপুর থাকবে রেস-৩।

সিনেমাটিতে আরও থাকছেন, অনীল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, জেইজি শাহ এবং সাকিব সেলিমের মতো তারকাকে।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি দেয়ার কথা রেস-৩।

মন্তব্য করুন

এখানে মন্তব্য করুন